বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

প্রশিক্ষণে আসা শিক্ষকদের সঙ্গে হানিফের মতবিনিময় আচরণবিধি ভঙ্গের অভিযোগ 

কুষ্টিয়া প্রতিনিধি  

প্রশিক্ষণে আসা শিক্ষকদের সঙ্গে হানিফের মতবিনিময় আচরণবিধি ভঙ্গের অভিযোগ 

জাতীয় নতুন শিক্ষা কারিকুলামের প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময়সভা করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের আ.লীগের প্রার্থী এমপি মাহবুবউল আলম হানিফ।

গত রোববার কুষ্টিয়া কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এজন্য মাঠে জনসভার আদলে মঞ্চ নির্মাণ করা হয়। ব্যানারে আয়োজনে মাধ্যমিক স্তুরের শিক্ষকরা লেখা থাকলেও এ আয়োজন করেন জেলা মহিলা আ.লীগের সভানেত্রী ও কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নেসা সবুজ ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী। 

হানিফের এ মতবিনিমিয় সভাকে নির্বাচনী আচরনবিধি ভঙ্গের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর অনুলিপি জেলা রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থীর দেয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, নতুন কালিকুলামের মূল্যায়ন পদ্ধতি শিখতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষকদের নিয়ে এক সপ্তাহের প্রশিক্ষণ চলছে।

গত রোববার ছিল প্রশিক্ষণের শেষ দিন। শেষ দিনে সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রশিক্ষণ চলা স্কুলে গিয়ে ট্রেনিং শুরুর পুর্বে নির্বাচনী সভা করার জন্য বাধ্য করেন। সেই মোতাবেক মাহবুবউল আলম হানিফের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এ সভার কারণে নির্ধারিত ট্রেনিং সময়ের পরে অনুষ্ঠিত হয়। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিধায়, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ চলছে। কলকাকলি ছাড়াও কয়েকটি স্কুলে ভ্যানু করা হয়। জেলা মহিলা আ.লীগের সভানেত্রী জেবুন্নেসা সবুজ কলকাকলি স্কুলের প্রধান শিক্ষক ও মহিলা আ.লীগের সভানেত্রী। তিনি মূলত শিক্ষকদের ব্যানারে এ আয়োজনটি করেন।

সকাল ৯টায় শুরু হয় মতবিনিময় সভা। ব্যানারে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও জাতীয় নতুন শিক্ষা কালিকুলাম ২০২১-বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় উল্লেখ করা হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি ও আ.লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ। এছাড়া জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষকরা বলেন, এমপি মাহবুবউল আলম হানিফ দেশ ও জাতি গঠনে শিক্ষকদের আরো বেশি করে ভুমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। তিনি নির্বাচন ও ভোটের বিষয়ে কোন কথা বলেনি। শিক্ষা ও বঙ্গবন্ধুর দর্শন নিয়ে কথা বলেন।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ বলেন, আমাদের ভ্যানু কুষ্টিয়া হাইস্কুল। অনেক শিক্ষকের আসতে একটু দেরি হয়েছে। কেউ কেউ ১০টার দিকে এসেছিল। কোন মতবিনিময় সভার বিষয়টি তার জানা নেই বলে দাবি করেন।

কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মহিলা আ.লীগের সভানেত্রী জেবুন্নেসা সবুজ বলেন, শিক্ষকরা মতবিনিময় সভার আয়োজন করেছিল। জাস্ট এমপি এসে তাদের সঙ্গে কথা বলেছে। আমার স্কুলের মাঠে সভাটি হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. এহেতেশাম রেজা বলেন, নির্বাচন সামনে শিক্ষকদের নিয়ে এ ধরনের সভা করার সুযোগ নেই। বিষয়টি তাদের নজরে এসেছে, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ